ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য চার ধরনের পেন্ডিং অর্ডার করা যায়। (ক) বাই স্টপ অর্ডার (খ) সেল স্টপ অর্ডার (গ) বাই লিমিট অর্ডার (ঘ) সেল লিমিট অর্ডার
পের্ন্ডিং অর্ডার দিয়ে ট্রেড করতে পারলে লস হয়না বললেই চলে। সুতরাং সঠিক মানি-ম্যানেজমেন্ট পূর্বক পেন্ডিং অর্ডার ব্যবহার সকলেরই প্রয়োজন। আর এই জন্য পেন্ডিং অর্ডার তৈরী করা যায় এই রকম খুব ভাল স্ট্র্যাটেজি থাকাটাও আবশ্যক। কিভাবে পেন্ডিং অর্জার তৈরী করতে হবে এই বিষয়ে সকলেই সকলের অভিমত প্রকাশ করলে অকেকেই উপকৃত হতে পারব বলে আমি আশা করি।