আপনি যদি এটি না মেনে ট্রেড করেন আথবা আপনি যদি এটি সম্পরকে না জানেন তাহলে বেশি দিন মার্কেটে টিকতে পারেবন না।
আমি পৃথিবীর বড় বড় এবং প্রফিটেবল ট্রেডারদের এই স্ট্রাটেজি ফলো করতে দেখেছি।
তাহলে শুরু করা যাক ।
ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে আগে জানতে হলে যে ,
মার্কেটের প্রাইস কে বা কারা নিয়ন্ত্রণ করে।
প্রথমে বলে রাখা ভালো যে এটি কোনো শেয়ার বাজার নয় যে, শেয়ার হোল্ডাররা তাদের শেয়ার বিক্রয় করে দিলে ওই শেয়ার এর দাম পরে যাবে এবং এটি আমরাও নয় যাদের মাদ্ধমে Currency এর দাম কমবে অথবা বাড়বে।
তাহলে কারা? এটি হচ্ছে তারা যারা আমাদের বিরুদ্ধে ট্রেড করছে এবং আমাদের টাকা তাদের কাছে চলে যাচ্ছে।
বিশ্বের এক নম্বর ফরেক্স ট্রেডিং স্ট্রাটেজি হচ্ছে ফরেক্স মার্কেটে আপনার শত্রুকে চেনা যারা আপনার বিরুদ্ধে ট্রেড করছে।
একটি উদাহরণ দিলে বুঝতে পারবেনঃ
ধরেন আপনার আগামি কাল একটি ফুটবল খেলা আছে এবং আপ্যনার দলের বিরুদ্ধে যারা খেলবে তারা অনেক ভালো খেলে।
তাই আপনাকে আজ তাদের সম্পরকে জানতে হবে যে, তারা কিভাবে খেলে এবং তারা কোন কৌশলে খেলে, তাহলেই আপনি আগামি কালকের খেলা ভালো খেলতে পারবেন।
ফরেক্স মার্কেটে আমাদের শত্রু কারা?
ফরেক্স মার্কেটে আমাদের শত্রু হচ্ছে ইন্টারব্যাংক।
এই ইন্টারব্যাংক ফরেক্স মার্কেটের প্রাইস নিয়ন্ত্রন করে ।
বিশ্বে বড় বড় ব্যাংক আছে প্রায় ৪৫-৫০ টি ,যারা প্রায় ৫০% ওই ইন্টারব্যাংকে নিয়ন্ত্রন করে।
তার মানে বড় বড় ব্যাংক প্রায় ৫০% ফরেক্স মার্কেটকে প্রভাবিত করে।
এই বড় বড় ব্যাংকগুলা কারা?
 Deutsche Bank
 Citi
 JP Morgan
 HSBC
 Some China Banks
তারা এটি কিভাবে করে?
ফরেক্স মার্কেটের প্রাইস কম বেশি করেতে তাদের প্রয়োজন লিকুইডিটি কিন্তু তাদের যে অর্থ আছে সেটাতে বেশি লিকুইডিটি তৈরি হয় নাহ তাই তাদের বাড়তি কিছু অর্থের প্রয়োজন হয়।
এই অর্থ তারা রিটেইল ট্রেডারদের কাছ থেকে পায় যারা হচ্ছে ওই সব ৯৫% লুজার ট্রেডার।
তার পরে তারা ওই অর্থ আবার ফরেক্স মার্কেটে ইনভেস্ট করে।
এখন বুঝতে পারছেন আপনি লস করলে সেই টাকা কথায় চলে যায়?
হা ঠিক ধরেছেন, ওই সব বড় বড় ব্যাংকের কাছে।
বড় বড় ব্যাংকরা আগে মার্কেটের সেন্টিমেন্ট দেখে তার পরে তারা ইন করে।চলুন একটি উদাহরণ দেই।
মনে করেন একটি মার্কেটে ৭০% বায়ার আছে এবং ৩০% সেলার আছে
এবং সবাই প্রাইস একশন, ক্যন্ডেল স্টেটিসটিক্স প্যাটারন ট্রেডার সাপোর্ট রেজিস্টেনস ট্রেডার।
ব্যাংক এই বেপার গুলা পর্যবেক্ষণ করে এবং তারা এটাও জানে যে আপনার ট্রেড এবং স্টপ লস কোথায় আছে এবং লট সাইজ ।
ঠিক ওই সময় মার্কেট মেকাররা প্রাইস ডাউন করে এবং রিটেইল ট্রেডারদের স্টপ লস হিট করায়।
কারন মার্কেট মেকারদেরও প্রফিট করতে হবে এবং আমরা লস না করলে তারা প্রফিট করতে পারবে নাহ।
আমি বলছি না যে এই ধরনের মুভমেন্ট সব সময় হবে কিন্তু এটা মনে রাখতে হবে যে যখনই রিটেইল ট্রেডাদের ভলিওম এক সাইডে বাড়তে থাকবে তখনই এই ধরনের মুভমেন্ট হবে। এখন বুঝতে পারছেন কেনো ৯৫% ট্রেডাররা লস করে?
তাই ফরেক্স মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে অই সব ৯৫% ট্রেডারদের দলে যাওয়া যাবে নাহ মানে পপুলার হওয়া যাবে নাহ।
কিছু কিছু সময় রিটেইল ট্রেডাররা প্রফিট করতে থাকে কারন ব্যাংক চায় যে আরও নিউ ট্রেডার মার্কেটে ইন করুক যাতে রিটেইল ট্রেডার দের লট ভলিওম বাড়তে থাকে।
এটিকে বলতে পারেন এক রকম সমুদ্রে জাল দিয়ে মাছ ধরার মত।
প্রথমে একটি মাছ শিকারি (ব্যাংক) একটি জায়গায় খাবার দেয় এবং নিচে জাল পেতে রাখে ।এই সময় অনেক মাছ (রিটেইল ট্রেডার) খেতে আসে এবং সেই সাথে অনেক মাছ জানতে পারে যে ওই জায়গায় খাবার পাওয়া জাচ্ছে। এভাবে নতুন মাছের সংখ্যা বাড়তে থাকে এবং এই সময় কিছু মাছ খেয়ে চলে যায় ,যারা প্রথমে এসেছিলো।
শিকারি যখন দেখে মাছের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে তখন জাল তুলে ফেলে।
শিকারি ৫% খাবারের জন্য ব্যয় করেছে যা কিছু মাছ আগেই খেয়ে চলে গেছে কিন্তু তার বিনিময় ৯৫% মাছ ধরেছে।
এখন হয়তো বুঝতে পেরেছেন ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে এবং আপনি কেনো লস করেন।
এটাকে অনেকে Black Jack Theory বলে।
আসুন ফরেক্স মার্কেট থেকে একটি বাস্তব উদাহরণ দেখি
EURCHF ২০১৫ সালের ১৪ জানুয়ারি
SNB বলেছিল EURCHF 1.2 এর নিচে যাওয়ার সম্ভাবনা নেই এবং তার কিছু সময় পরে প্রচুর পরিমানে রিটেইল ট্রাডার মার্কেট ইন করে এবং বাই ট্রেড নেয় যার রেশিও ছিলো ৭০ঃ১।
তার ২৪ ঘন্টার মধ্যে মার্কেট ফ্ল্যাশ ক্র্যাস করে এবং প্রায় ২২৬৫ পিপ্স ফল করে।
তাই ফরেক্স মার্কেটে যখন কেউ জনপ্রিয় হয় তখনই ব্যাংক মার্কেটে প্রাইস পরিবর্তন করে।
তাই আপনি যদি কোনো ব্যাসিক কোনো কোর্স করেন তাহলে সবাই আপনাকে শেখাবে
কিভাবে মার্কেট এ্যানালাইসিস করতে হয়
তারা এইভাবে এ্যানালাইসিস এর গঠন সাজাবে
Fundamental Analysis > Technical Analysis > Sentimental Analysis
যা ৯৫% নতুন ট্রেডারই একই ভাবে শিখে থাকে।
কিন্তু আপনি যদি ৫% এর দলে আসতে চান তাহলে আপনাকে সাজাতে হবে
Sentimental Analysis (Retail Traders Sentiment)
Technical Analysis (Market pattern with Cot Data)
Fundament এনালাইসিস এর কাছেও যাবেন না।
ফান্ডামেন্টাল ইভেন্ট হচ্ছে ওই সব খাবার যা দেখে অনেক মাছ (রিটেইল ট্রেডার) আসে এবং বড় বড় ব্যাংক ওই সব ফান্ডামেন্টাল ইভেন্টকে খুব ভালোবাসে । কিন্তু কিছু ফান্ডামেন্টাল ইভেন্ট সম্পর্কে আমাদের ধারনা রাখতে হবে এবং ট্রেড না করাটা সব চেয়ে ভালো।
পরবর্তী পোস্টে Sentimental Analysis নিয়ে আলোচনা করবো।
কেনো এবং কিভাবে Sentimental Analysis করবেন এবং তার সাথে থাকবে কোন Currency pair ট্রেড করবেন এবং ব্যাংক প্রাইস কম ম্যানুপুলেট করে এবং কেন?
ধন্যবাদ আর্টিকেলটি পড়ার জন্য আশা করি আপনি আপনার ব্যাবসার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারবেন।
 
		
		
		Thread: 




