ফরেক্সে আমরা বিভিন্ন কারেন্সি পেয়ারের ট্রেড করে থাকি। এগুলোর মধ্যে কিছু মেজর কারেন্সি রয়েছে। সেগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি আবার অনেকে জানিনা। যে কারেন্সিগুলো অধিক ব্যবহৃত বা ক্রয় বিক্রয় করা হয় সেগুলি হল মেজর কারেন্সি। মেজর কারেন্সির মধ্যে হল ইউরো, জিবিপি, জেপিওয়াই ইত্যাদি। সাধারণত এই কারেন্সি গুলোতে আমরা বেশি ট্রেড করে থাকি এর জন্য এগুলো হলো মেজর কারেন্সি।