বাংলাদেশ একটি অনন্য সুন্দর দেশ। যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক দর্শনীয় স্থান। এমনি একটি স্থান হলো নেত্রকোনা জেলার বিরিশিরি। বিরিশিশির মূল আকর্ষণ হলো বাংলাদেশের একমাত্র চীনামাটির পাহাড়। এছাড়াও আপনি দেখতে পাবেন রাণীখং গির্জা, কমলা রাণীর দীঘি এবং সোমেশ্বরী নদী। সেন্টমার্টিনের নীল অনেকের কাছেই পরিচিত। কিন্তু সবুজ আর নীলের মিশেলে হ্রদ কখনও দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে চলে যান সোজা চীনামাটির দেশ বিরিশির বিজয়পুরে। যদিও শীতের সময়েই ভ্রমণের উপযুক্ত সময়। তবু এই বর্ষাতেও যেতে পারেন বিজয়পুরে। পাহাড়, নদী আর সবুজ নীলের মিশেলে হ্রদটি আপনার সকল ক্লান্তিকে ভুলিয়ে দিবে।
[IMG]http://forex-bangla.com/customavatars/1496287219.jpg[/IMG]
তবে বিরিশিরি গিয়েই আপনি এ সুন্দর দৃশ্য দেখতে পারবেন না। আপনাকে বিরিশিরি থেকে ব্রিজ পারি দিয়ে যেতে হবে দুর্গাপুর। দুর্গাপুর থেকে ফেরিতে করে সুমেশ্বরী নদী পার হয়ে যাবেন শিবগঞ্জ বাজার। সেখান থেকে অটো অথবা মোটরসাইকেলে করে যাবেন বিজয়পুর। এবার আপনার প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকনের পালা। বৈচিত্রময় এক সাংস্কৃতিক আবহাওয়া, কংশ-টেপা-সোশেম্বরীর কাশবন আর অনেকটা হাত ছোঁয়া দূরেই আকাশে হেলান দিয়ে আছে ধ্যানমগ্ন গাড়োপাহাড়।