চলতি বছরের জন্য যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রির পূর্বাভাস কমিয়েছে টয়োটা মোটর করপোরেশন। কভিড-১৯ মহামারীর কারণে সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এছাড়া ইউক্রেন যুদ্ধ নতুন করে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে টয়োটার জন্য। ফলে নতুন গাড়ি বিক্রি কমার আশঙ্কা করছে জাপানি অটোমোবাইল প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

উত্তর আমেরিকার টয়োটা মোটরের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট বব কার্টার বলেন, এ বছরের গাড়ি বিক্রির আগের পূর্বাভাস ছিল ১ কোটি ৬৫ লাখ। তবে নতুন পূর্বাভাস কমিয়ে ১ কোটি ৫৫ লাখে স্থির হয়েছে। সরবরাহ ব্যবস্থায় যে চ্যালেঞ্জগুলো আমরা দেখছি, তা কিছুকাল স্থায়ী হবে।

ইউক্রেন যুদ্ধের আগেই মহামারীর কারণে সেমিকন্ডাক্টরের স্বল্পতায় ছিল অটোমোবাইল শিল্প। ফলে অ্যালুমিনিয়াম ও নিকেলসহ কাঁচামালের দামের ঊর্ধ্বমুখিতা অব্যাহত ছিল। তবে ইউক্রেন যুদ্ধ পালে আরো হাওয়া দিয়েছে।

বব কার্টার জানান, যুক্তরাষ্ট্রে গাড়ি বিক্রির পূর্বাভাস চাহিদার ওপর ভিত্তি করে হয়নি। এটি মূলত কেবলই সরবরাহের পরিবেশ কেমন হবে ভবিষ্যতে তার ওপর নির্ভর করে করা হয়েছে।

বণিক বার্তা