ফরেক্স মার্কেটে বেশির ভাগই ট্রেডারদের মূল সমস্যা হল তারা ফরেক্স মার্কেটে থেকে যে নিয়ম বা অভিজ্ঞতা অর্জন করেছে তা মেনে ট্রেড করেনা।যার ফলে বারবার তাদেল ফরেক্স একাউন্টে জিরো করছে।এই সমস্যা যত দিন আমাদের মধ্যে থাকবে ততো দিন আমরা ফরেক্স মার্কেটে সফলতা অর্জন করতে পারবো না।আমরা জানি ফরেক্স মার্কেটে ওভার ট্রেড করা উচিত নয়।তারপরেও ওভার ট্রেড করি।আমরা জানি ফরেক্স মার্কেটে প্রতিটি ট্রেড ওপেন করতে হলে মানিমেনেজমেন্ট করে করতে হবে।কিন্তু আমরা মানিমেনেজমেন্ট ছারাই ট্রেড করে থাকি।আমরা জানি যে আমরা নিজের পায়ে নিজেই কূরাল মারছি।তারপরেও কেন আমরা সচেতন হই না।