গত অক্টোবরে চীনের রফতানি ১৯ মাসের মধ্যে সর্বোচ্চে দাঁড়িয়েছে। নভেল করোনাভাইরাস মহামারীর ধাক্কা কাটিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিটি যে ঘুরে দাঁড়াচ্ছে, শনিবার প্রকাশিত উপাত্তে তা স্পষ্ট হয়ে উঠেছে। খবর রয়টার্স ও এএফপি।

চীনের শুল্ক বিভাগ গতকাল জানায়, প্রথম ১০ মাসে চীনের যন্ত্রপাতি ও বৈদ্যুতিক পণ্য রফতানি বেড়েছে। এছাড়া ফেস মাস্কসহ বস্ত্র রফতানি গত বছরের চেয়ে ৩৫ শতাংশ বেড়েছে।

গত অক্টোবরে চীনের রফতানি আগের বছরের একই মাসের চেয়ে ১১ দশমিক ৪ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের পূর্বাভাস ছিল অবশ্য ৯ দশমিক ৩ শতাংশ। গত সেপ্টেম্বরে চীনের রফতানি বেড়েছিল ৯ দশমিক ৯ শতাংশ।

রফতানি বৃদ্ধির জেরে অক্টোবরের বাণিজ্য উদ্বৃত্তি ৫ হাজার ৮৪৪ কোটি ডলারে দাঁড়িয়েছে, রয়টার্সের পুলের পূর্বাভাস ছিল যেখানে ৪ হাজার ৬০০ কোটি ডলার। গত সেপ্টেম্বরে উদ্বৃত্তি হয়েছিল ৩ হাজার ৭০০ কোটি ডলার।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৩৭ কোটি ডলার। গত সেপ্টেম্বরে বাণিজ্য ঘাটতি ছিল ৩ হাজার ৭৫ কোটি ডলার।

চিকিৎসাসামগ্রীর শক্তিশালী চাহিদার ওপর দাঁড়িয়ে কভিড-১৯ মহামারীর মধ্যেও চীনের রফতানি চাঙ্গা রয়েছে। সাংহাইভিত্তিক ব্যাংক অব কমিউনিকেশনসের বিশ্লেষক লিয়ু জুয়েজি বলেন, প্রত্যাশার চেয়ে রফতানি প্রবৃদ্ধি হয়েছে এবং অর্থনীতিতে দৃঢ়তার সাক্ষ্য দিচ্ছে।

ফেস মাস্কসহ কভিড-১৯ সংক্রান্ত বিভিন্ন স্বাস্থ্যপণ্য রফতানির জেরে ২০২০ সালের বাকি অংশেও চীনের রফতানি চাঙ্গা থাকবে বলে মনে করেন লিয়ু।

বণিক বার্তা