কোনরকম ইন্ডিকেটর ছাড়া ফাকা চার্ট দেখে এনালাইসিস করার চেষ্টা করুন। আমারা অনেকেই চার্টের মধ্যে একই সাথে বিভিন্ন রকমের ইন্ডিকেটর ব্যবহার করে থাকি। বিভিন্ন রকম ইন্ডিকেটর ব্যবহার করতে গিয়ে চার্টের ভিউ অনেক কঠিন করে ফেলি। কোন ইন্ডিকেটর হয়তো বাই ট্রেড আবার অন্য ট্রেড হয়তো সেল ট্রেড নিতে বলছে। তখন আইডেন্টেফাই করা অনেক কঠিন হয়ে যায়। আমাকে বাই নিতে হবে নাকি সেল নিতে হবে এটা বুঝে উঠা অনেকটা কঠিন হয়ে ওঠে। তখন আমারা কোন এনালাইসিসের তোয়াক্কা না করে যে কোন একটি অর্ডার নিয়ে বসি। ফলাফল দাড়ায় লস। এভাবে লস করে করে ব্যালেন্সি জিরো করে ফেলি। তাই আমাদের উচিত চার্ট থেকে অপ্রয়োজনীয় ইন্ডিকেটর অপসারন করা। ট্রেডিং ক্যারিয়ারের শুরুর দিকে সর্বোচ্চ একটি ইন্ডিকেটর ব্যবহার করা যেতে পারে। যতো তারা তারি খালি চোখে মার্কেট এনালাইসিস করতে পারবেন ততো তারাতারি আপনি ফরেক্স ট্রেডিং সম্পর্কে দক্ষ হয়ে উঠবেন এবং ততবেশি প্রফিটেবল ট্রেডারের পরিণত হবে।