[IMG]http://forex-bangla.com/customavatars/611195605.jpg[/IMG]
বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম, সরকারি ও সংবাদপত্রের ওয়েবসাইটগুলো মঙ্গলবার একাধিকবার ইন্টারনেট বিভ্রাটে পড়েছে। কিছু প্রতিবেদনে এজন্য ক্লাউড কম্পিউটিং সেবা প্রদানকারী সংস্থা ‘ফাস্টলি’কে দায়ী করেছে। তবে সাইটগুলো আক্রান্ত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী ফাস্টলি বলছে, আমাদের সিডিএন (কনটেন্ট ডেলিভারি নেটওয়ার্ক) সেবার কর্মক্ষমতার ওপর ইন্টারনেট বিভ্রাটের সম্ভাব্য প্রভাব আমরা অনুসন্ধান করে দেখছি। কোম্পানিটির ওয়েবসাইটে দেয়া তথ্য থেকে জানা যায়, ফাস্টলির সেবা দেয়া অধিকাংশ অঞ্চলেই ইন্টারনেট সেবা বাধাগ্রস্ত হয়েছে। এদিকে অ্যামাজনের খুচরা বিক্রির ওয়েবসাইটেও একই ধরনের সমস্যা দেখা গেছে। তবে অ্যামাজন তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি। বিভ্রাট পর্যবেক্ষণ ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকমের তথ্যমতে, সামাজিক যোগাযোগমাধ্যম রেড্ডিটের প্রায় ২১ হাজার ব্যবহারকারী বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন। এছাড়াও অ্যামাজনের ২ হাজারের বেশি ব্যবহারকারী সমস্যার বিষয়টি জানিয়েছেন। খবরে বলা হয়, সংবাদমাধ্যমগুলোর পরিচালিত ওয়েবসাইটের মধ্যে ফিন্যান্সিয়াল টাইমস, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস এবং ব্লুমবার্গ নিউজও এই সমস্যায় পড়েছে।