ফরেক্স মার্কেটে ট্রেড করতে আসা সকল ট্রেডার সফল হতে পারেন না। ফরেক্স মার্কেটে বিশেষ করে নতুন ট্রেডারদের ৫%-১০% ট্রেডার সফল হয়, এবং বাকি ৯০-৯৫% ট্রেডার ফরেক্স মার্কেট থেকে ঝড়ে যায়। ফরেক্স ট্রেডিং একটি অত্যন্ত জটিল একটা বিজনেস। ফরেক্স ট্রেডিং এ মার্কেটের সেন্টিমন্ট বোঝা খুব জরুরী। যারা মার্কেটের সেন্টিমেন্ট ধরতে পারেন তারাই ফরেক্স মার্কেটে টিকে যান আর বাকিরা ঝড়ে যাওয়ার কাতরে সামিল হন। যারা মার্কেট নম্পর্কে অনেক বেশি স্টাডি ও এনালাইসিস করে নিজের অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করতে পেরেছেন তারা মার্কেটের সেন্টিমেন্ট বুঝে ট্রেড করতে পারেন এবং মার্কেটে লংলাস্টিং করতে পারেন। ফরেক্স ট্রেডিং হলো সেন্টিমেন্টের খেলা, যারা এটা ধরতে পারেন তারাই কেবল এ খেলায় জয়ী হতে পারেন।

এর জন্য প্রচুর পরিমানে মার্কেটে টাইম দিয়ে মার্কেট এনালাইসিস করে, স্টাডি করে, ডেমো প্রাকটিস করে মার্কেট সম্পর্কে পুর্ন্ জ্ঞান অর্জন করতে হবে। আপনি যতোই ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিস করেন না কেনো মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে না পারলে কিছুতেই কিছু হবে না। বড় বড় মার্কেট মেকাররা আপনার সেন্টিমেন্ট বুঝতে পারে বিধায় তারা যেকোন সময় যে কোন দিকে মার্কেট মুভ করাতে পারেন। তাই সব কিছুর পাশাপাশি মার্কেট সেন্টিমেন্টকেও গুরুত্ব দিতে হবে।