গ্রাহকের ডেটা সংগ্রহ নিয়ে মঙ্গলবার প্রতিষ্ঠানের নীতিমালায় পরিবর্তন আনার কথা জানিয়েছে ফেইসবুক। অন্যান্য ওয়েবসাইট এবং অ্যাপ থেকে গ্রাহকের ব্রাউজিংয়ের ধরন বিষয়ে সামাজিক মাধ্যমটি যে ডেটা সংগ্রহ করে তা দেখতে এবং নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই ডেটাগুলোকে বলা হচ্ছে ‘অফ-ফেইসবুক অ্যাক্টিভিটি’। উদাহরণ হিসেবে বলা যায়, যখন কোনো পোশাকের ওয়েবসাইট গ্রাহকের ব্রাউজিং অ্যাক্টিভিটি ফেইসবুকের সঙ্গে শেয়ার করে এগুলোকে বলা হয় ‘অফ-ফেইসবুক অ্যাক্টিভিটি’। ফেইসবুকের এক ব্লগ পোস্টে বলা হয়, ইতোমধ্যেই আয়ারল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং স্পেনে নতুন টুল উন্মুক্ত করা হয়েছে। কয়েক মাসের মধ্যে পুরো বিশ্বে এটি উন্মুক্ত করা হবে। ফেইসবুকের পক্ষ থেকে বলা হয়, গ্রাহক যদি অফ-ফেইসবুক অ্যাক্টিভিটি মুছে ফেলেন তাহলে অ্যাপ এবং ওয়েবসাইটগুলো গ্রাহকের যে ডেটা ফেইসবুকের কাছে পাঠাবে তা মুছে ফেলা হবে।