ভারতের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন কমেছে। ঘূর্ণিঝড় তকত ও মহামারীর প্রভাবে জ্বালানি তেল খাত মন্দার মুখে পড়ে বলে জানায় ভারতের রাষ্ট্রায়ত্ত অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশন (ওএনজিসি)। খবর দ্য স্টেটসম্যান ও বিজনেস স্ট্যান্ডার্ড।

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রণালয় জানায়, গত বছরের মে মাসে ভারত ২৬ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছিল। কিন্তু চলতি বছরের একই মাসে উত্তোলনের পরিমাণ ৬ দশমিক ৩২ শতাংশ কমে ২৪ লাখ ৩০ হাজার টনে নেমে গেছে। ফলে মে মাসে ভারতের জ্বালানি তেল আমদানি নির্ভরতা বেড়েছে ৮৩ শতাংশ।

ভারতের সবচেয়ে বড় জ্বালানি তেল উত্তোলক প্রতিষ্ঠান ওএনজিসি। গত মাসে প্রতিষ্ঠানটির জ্বালানি তেল উত্তোলন গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ৯ দশমিক ৬৩ শতাংশ। এ সময় ১৫ লাখ ৫৩ হাজার ৬৩০ টন অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করে ওএনজিসি। সরকারি প্রতিষ্ঠান অয়েল ইন্ডিয়া লিমিটেডের উত্তোলনও স্বল্প মাত্রায় কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন ১ দশমিক ৩ শতাংশ হ্রাস পায়। এ সময় প্রতিষ্ঠানটি ২ লাখ ৫৩ হাজার ৮০ টন জ্বালানি তেল উত্তোলন করে।

বণিক বার্তা