অক্টোবরে চীনের কারখানাগুলোর মুনাফা সংকোচন গত আট মাসের নিম্নে পৌঁছেছে। উৎপাদন ব্যয় ও রফতানি টানা কমায় এবং অর্থনীতির সার্বিক শ্লথগতির কারণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিটির শিল্প মুনাফা অক্টোবরে এতটা কমেছে। খবর রয়টার্স।

গত বছরের একই সময়ের তুলনায় অক্টোবরে দেশটির শিল্প মুনাফা ৯ দশমিক ৯ শতাংশ কমে ৪২ হাজার ৭৫৬ কোটি ইউয়ানে (৬ হাজার ৭৪ কোটি ডলার) দাঁড়িয়েছে। চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির পর দেশটির শিল্প মুনাফার এটিই বড় পতন। অন্যদিকে সেপ্টেম্বরে সেখানে শিল্প মুনাফা কমেছিল ৫ দশমিক ৩ শতাংশ। গতকাল দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, দেশে ও বিদেশে দেশটির পণ্যের চাহিদা কমায়, বিশেষত চলমান ইন্দো-মার্কিন বাণিজ্যযুদ্ধের কারণে সম্প্রতি দেশটির শিল্প খাত চাপে রয়েছে।

শিল্প মুনাফা কমা সম্পর্কে সাংহাইভিত্তিক হুয়াবাও ট্রাস্টের অর্থনীতিবিদ নি ওয়েন বলেন, অক্টোবরে চীনের শিল্প মুনাফা কমার অর্থ হলো, আমাদের প্রকৃত অর্থনীতি এখনো অনেক প্রতিকূলতার মধ্যে রয়েছে। এছাড়া দেশটির শিল্প-কারখানাগুলোকে পণ্যের দর হ্রাস ও উচ্চ সুদহারের মতো বিপরীতমুখী দুই পরিস্থিতি সামলাতে হচ্ছে।

অন্যদিকে দেশটির শিল্প খাতের মুনাফা আরো কয়েক মাস ঋণাত্মক থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হুয়াবাও ট্রাস্টের এ অর্থনীতিবিদ। চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে নিজেদের প্রবৃদ্ধি চাঙ্গা করতে দেশটির কর্তৃপক্ষকে ধারাবাহিক ও সংযত উপায়ে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে বলেও জানিয়েছেন এ অর্থনীতিবিদ।

অক্টোবরে দেশটির ম্যানুফ্যাকচারিং খাতের মুনাফা কমেছে সবচেয়ে বেশি। জানুয়ারি-অক্টোবরে এ খাতের মুনাফা কমেছে ৪ দশমিক ৯ শতাংশ। চলতি বছরের প্রথম নয় মাসে তা ছিল ৩ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে অক্টোবরে সেখানকার খনি খাতের মুনাফার প্রবৃদ্ধিও ছিল মাঝারি গোছের।

এদিকে গত বছরের একই সময়ের তুলনায় জানুয়ারি-অক্টোবরে চীনের শিল্প-কারখানার মুনাফা ২ দশমিক ৯ শতাংশ কমে ৫ দশমিক শুন্য ২ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। জানুয়ারি-সেপ্টেম্বরে শিল্প-কারখানার মুনাফা কমেছিল ২ দশমিক ১ শতাংশ।