এশিয়ায় ক্রমেই বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা। ক্রমবর্ধমান চাহিদা পূরণে সরবরাহ বাড়াচ্ছেন এশিয়ার ক্রেতারা। চলতি মাসে শীর্ষ ভোক্তা অঞ্চলটিতে পণ্যটির আমদানি রেকর্ড উচ্চতায় পৌঁছতে পারে। ঊর্ধ্বমুখী দামের কারণে ক্রেতা দেশগুলো অস্বস্তিতে পড়লেও তা আমদানিতে বাধা সৃষ্টি করেনি। খবর রয়টার্স।

জ্বালানি তেলের বাজার পর্যবেক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান রেফিনিটিভ অয়েল রিসার্চ জানায়, এশিয়ায় চলতি মাসে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি দৈনিক ২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ব্যারেলে উন্নীত হতে পারে। গত অক্টোবরে আমদানির পরিমাণ ছিল দৈনিক ২ কোটি ২৫ লাখ ৫০ হাজার ব্যারেল।

তথ্য বলছে, বছরের প্রথম দিকেই বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ফিরতে শুরু করে। বিপরীতে কমে যায় পণ্যটির সরবরাহ। এ পরিস্থিতির কারণে বছরের বেশির ভাগ সময়জুড়েই এশিয়ায় আমদানি ছিল মন্থর। একই অবস্থা বিরাজ করছিল উত্তর আমেরিকা ও ইউরোপের দেশগুলোয়ও। তবে শীত মৌসুমকে কেন্দ্র করে জ্বালানি সরবরাহ নিশ্চিতে আগ্রাসী প্রবণতা দেখা গেছে। এটি এশিয়াজুড়ে পরিশোধন কোম্পানিগুলোকে নভেম্বরে সরবরাহের জন্য অপরিশোধিত জ্বালানি ক্রয়ে উৎসাহিত করেছে। সব প্রধান আমদানিকারক দেশই পণ্যটির আমদানি বাড়াচ্ছে বলে প্রত্যাশা করছেন বিশ্লেষকরা।

বণিক বার্তা