চলতি মাসে সরবরাহ ব্যবস্থার প্রতিবন্ধকতায় অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান হোন্ডা মোটর ও নিশান মোটর গাড়ি উৎপাদন কমাবে। সম্প্রতি কারখানাগুলোয় উৎপাদন ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে জাপানিজ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান দুটি। সে হিসাবে চলতি মাসে ৬০ হাজার যানবাহন উৎপাদন করবে প্রতিষ্ঠানটি। খবর ফ্রি মালয়েশিয়া ডটকম।

বিদায়ী বছর ডিসেম্বরে মালয়েশিয়ায় বন্যার কারণে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে সেমিকন্ডাক্টর বহির্ভূত উপাদান সরবরাহ বিঘ্নিত হয়। এ কারণেই উৎপাদন কমানোর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি। উৎপাদন ব্যাহত হওয়ার কারণ হিসেবে এই প্রথম বন্যাকে দায়ী করল কোনো অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এর আগে গত বছর নভেম্বরে ১০ শতাংশ দেশীয় উৎপাদন কমিয়েছিল হোন্ডা। গত বছর ডিসেম্বর ও চলতি বছর জানুয়ারিতে প্রায় ৫ শতাংশ উৎপাদনসীমা নিম্নমুখী ছিল গাড়ি নির্মাতার। যদিও নভেম্বরের পূর্বাভাস ছিল চলতি বছরের জানুয়ারিতে পরিকল্পিত উৎপাদন হবে।

হোন্ডার পূর্বাভাস বলছে, ফেব্রুয়ারিতে মোট ৬০ হাজার যানবাহন উৎপাদন করবে সংস্থাটি। এদিকে চলতি মাসে উৎপাদন কমলেও আগের বছর একই সময়ের তুলনায় উৎপাদন ৩০ শতাংশ বেশি থাকবে।

বণিক বার্তা