মহামারীর বিপর্যয় কাটিয়ে উঠছে জাপান। পুনরুদ্ধারের পথে হাঁটছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। এরই অংশ হিসেবে জাপানি পরিবারগুলোর ব্যয় বেড়েছে। ফেব্রুয়ারিতে গত বছরের একই সময়ের তুলনায় এ ব্যয় ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। টানা দ্বিতীয় মাসের মতো দেশটির পারিবারিক ব্যয় ঊর্ধ্বমুখী রয়েছে। তবে কভিডজনিত বিধিনিষেধ অব্যাহত থাকায় পারিবারিক ব্যয় বাড়ার গতি দুর্বল রয়ে গেছে। খবর কিয়োদো নিউজ।

গতকাল প্রকাশিত সরকারি তথ্য অনুসারে, কভিডজনিত বিধিনিষেধের কারণে এখনো জাপানিরা বাইরে খাওয়া ও পোশাকের মতো পণ্যে ব্যয় থেকে বিরত থাকছে। ইন্টারনাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন মন্ত্রণালয় জানিয়েছে, দুই বা ততোধিক মানুষের পরিবারের গড় ব্যয়ের পরিমাণ ছিল ২ লাখ ৫৭ হাজার ৮৮৭ ইয়েন (২ হাজার ১০০ ডলার)।

এর আগে জানুয়ারিতে জাপানের পারিবারিক ব্যয় ৬ দশমিক ৯ শতাংশ বেড়েছিল। তবে ফেব্রুয়ারিতে বৃদ্ধির মানে এটা নয় যে দেশটির ভোক্তা ব্যয় খুব শক্তিশালী হয়েছে। দেশটির ৪৭টি রাজ্যের মধ্যে অনেকগুলোয় কভিডের প্রাদুর্ভাব বাড়ার কারণে আধা-জরুরি অবস্থার অধীনে ছিল।

ফেব্রুয়ারিতে জ্বালানি ও ইউটিলিটিগুলোয় ব্যয় এক বছর আগের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে শীতল আবহাওয়ার কারণে জ্বালানি খাতে ব্যয় বেড়েছে। তবে এক্ষেত্রে জ্বালানির দাম বৃদ্ধির বিষয়টিও অবদান রেখেছে। দেশটির কর্মকর্তারা বলেন, এক্ষেত্রে জ্বালানির দাম বৃদ্ধি কতটা প্রভাব ফেলেছে, তা নির্ধারণ করার জন্য আরো তথ্যের প্রয়োজন।


বণিক বার্তা