চীনে মূল্যস্ফীতির চাপ ধীর হয়েছে। আগস্টে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি আশঙ্কার তুলনায় ধীর হয়েছে। পাশাপাশি উৎপাদক পর্যায়ের মূল্যস্ফীতির হার ১৮ মাসের সর্বনিম্নে দাঁড়িয়েছে। এটি দেশটির অভ্যন্তরীণ চাহিদায় পতনের চিত্র তুলে ধরছে। এ অবস্থায় কেন্দ্রীয় ব্যাংকের সামনে মুদ্রানীতি আরো সহজ করার সুযোগ তৈরি হয়েছে। খবর রয়টার্স।

ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস (এনবিএস) জানিয়েছে, গত মাসে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) এক বছর আগের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এ হার জুলাইয়ের ২ দশমিক ৭ শতাংশের তুলনায় ধীর। রয়টার্সের জরিপে বিশ্লেষকরাও ২ দশমিক ৮ শতাংশ মূল্যস্ফীতির পূর্বাভাস দিয়েছিলেন।

একই সময়ে উৎপাদক মূল্যসূচক (পিপিআই) ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এ হার ২০২১ সালের ফেব্রুয়ারির পর সবচেয়ে ধীর। এটি আগের মাসে ৪ দশমিক ২ শতাংশ এবং ৩ দশমিক ১ শতাংশ পূর্বাভাসের চেয়েও কম। বিশেষ করে জ্বালানি ও কাঁচামালের দাম কমায় এ মূল্যস্ফীতি ধীর হয়েছে।

অর্থনীতি গবেষণা প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিকসের বিশ্লেষক শিয়ানা ইউ ও জিচুন হুয়াং একটি নোটে বলেন, পণ্যের দাম ক্রমাগত হ্রাস পাওয়ায় বছরের বাকি সময়েও পিপিআই ধীর হবে। পাশাপাশি আমরা মনে করি সিপিআই ৩ শতাংশের নিচে থাকবে।

সরকারি ও বেসরকারি তথ্যগুলো আগস্টে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিটি আরো গতি হারানোর ইঙ্গিত দেয়। রিয়েল এস্টেট বাজারে মন্দা, কভিডজনিত বিধিনিষেধ এবং বিদ্যুতের ঘাটতি ভোক্তা ব্যয় ও কারখানা কার্যক্রম সংকুচিত করেছে। সম্প্রতি দেশটি চেংডুর ২ কোটি ১০ লাখ মানুষের বসবাসের অঞ্চলে লকডাউন বিস্তৃত করেছে।

বণিক বার্তা