বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যাটারির মূল উপাদান সংগ্রহের জন্য এবার মোজাম্বিকের দিকে ঝুঁকছে টেসলা। মূলত ব্যাটারি তৈরিতে ব্যবহূত গ্রাফাইট সংগ্রহে চীনের ওপর নির্ভরশীলতা কমাতে এমন পদক্ষেপ নিচ্ছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা জায়ান্টটি। বিশ্লেষকরা বলছেন চীনের আধিপত্য কমিয়ে আনতে কোম্পানিটির এটি প্রথম কোনো পদক্ষেপ। খবর এপি।

গত মাসে ইলোন মাস্কের মালিকানাধীন টেসলা অস্ট্রেলিয়ার সিরাহ রিসোর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। সিরাহ রিসোর্স বর্তমানে দক্ষিণ আফ্রিকা অঞ্চলের একটি দেশে বিশ্বের বৃহৎ গ্রাফাইট খনিগুলোর একটি পরিচালনা করছে। লিথিয়াম আয়ন ব্যাটারি জন্য গুরুত্বপূর্ণ খনিজ ধাতু উত্তোলনকারী কোনো কোম্পানির সঙ্গে ইভি নির্মাতা কোনো প্রতিষ্ঠানের এ চুক্তি ইভি শিল্পের জন্য নতুন সম্ভাবনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও এ চুক্তির অর্থমূল্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

জানা যায়, যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের ভিডালিয়ায় অবস্থিত সিরাহ রিসোর্সের প্রক্রিয়াজাত প্লান্ট থেকে গ্রাফাইট সংগ্রহ করবে টেসলা। মোজাম্বিকের বালামায় অবস্থিত খনি থেকে এসব গ্রাফাইট সংগ্রহ করে থাকে সিরাহ রিসোর্স। টেক্সাসের অস্টিনে অবস্থিত টেসলার ব্যাটারি নির্মাণ কারখানার জন্য ভিডালিয়ায় অবস্থিত প্লান্টে প্রক্রিয়াজাতকৃত ৮০ শতাংশ গ্রাফাইটই ক্রয়ের পরিকল্পনা করা হচ্ছে। সিরাহর ভিডালিয়া প্লান্ট থেকে প্রতি বছর অস্টিনের ব্যাটারি কারখানায় আট হাজার টন গ্রাফাইট সরবরাহ করা হবে। চুক্তি অনুসারে ২০২৫ সাল থেকে এসব প্রক্রিয়াজাত গ্রাফাইট সরবরাহ করা হবে। এ সময় গ্রাফাইটগুলো অবশ্যই টেসলার মানদণ্ড অনুসারে সঠিক বলে প্রমাণিত হতে হবে বলেও চুক্তিতে উল্লেখ করা হয়।

বণিক বার্তা