ডিজিটাল মুদ্রার লেনদেন নিয়ন্ত্রণের অংশ হিসেবে চলতি সপ্তাহে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে সামরিক আগ্রাসন পরিচালনার পর বৈশ্বিক নিষেধাজ্ঞার প্রভাব এড়াতে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করছে রাশিয়া। এর পর পরই যুক্তরাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তারা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে নতুন বিধি কার্যকরের এ সিদ্ধান্ত নেয়া হয়। খবর এপি।

ইউক্রেনে সামরিক আগ্রাসনের প্রতিবাদস্বরূপ বৈশ্বিক নিষেধাজ্ঞার কারণে রুবলের মান রাশিয়ার ইতিহাসে সর্বনিম্নে চলে এসেছে। পাশাপাশি পতন এড়াতে বন্ধ করে দেয়া হয়েছে দেশটির পুঁজিবাজারও।

নির্বাহী আদেশের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে অবগত দুটি সূত্র জানায়, চলতি সপ্তাহেই ক্রিপ্টোকারেন্সি নিয়ে নির্বাহী আদেশ কার্যকর করা হবে। ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসনের অনেক আগে থেকেই বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে বলেও জানান তারা।

নির্বাহী আদেশে ডিজিটাল মুদ্রা ব্যবহারের নীতিমালা ও প্রবিধান তৈরিতে ট্রেজারি বিভাগসহ সরকারি সংস্থাগুলোর করণীয় বিষয়ে বিস্তারিত বলা হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। তাদের আশা, যুক্তরাষ্ট্রে ক্রিপ্টোকারেন্সি আইন প্রবর্তনের ক্ষেত্রে মিত্রপক্ষের সঙ্গে সামঞ্জস্য বিধানে দেশটির স্টেট ডিপার্টমেন্টকে ক্ষমতা দেয়া হবে। পাশাপাশি অবৈধ আর্থিক লেনদেনের বিষয় দেখভালের জন্য ফাইন্যান্সিয়াল ওভারসাইট কাউন্সিলকে দায়িত্ব পালনের নির্দেশনাও দেয়া হবে।

বণিক বার্তা