আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ইউক্রেনে হামলা চালানোয় রাশিয়াকে চাপের মুখে ফেলতে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এ খবর প্রকাশের পর পরই জ্বালানি তেলের সরবরাহ নতুন করে ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে ইরানের পরমাণু সংলাপ স্থবির হয়ে পড়ায় এ শঙ্কা আরো ঘনীভূত হচ্ছে। এসব কারণেই বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে।

তথ্য বলছে, আইসিই ফিউচারস ইউরোপে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের ভবিষ্যৎ সরবরাহ মূল্য একদিনের ব্যবধানে ১ ডলার ২০ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ১০৮ ডলার ৭৩ সেন্টে।

অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) ভবিষ্যৎ সরবরাহ মূল্য ১ ডলার ২৫ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে ১০৪ ডলার ৫৩ সেন্টে।

এর আগে এশিয়ার বাজারে উভয় বাজার আদর্শের চুক্তিমূল্য ব্যারেলে ২ ডলারের বেশি কমে গিয়েছিল। মূলত মজুদ থেকে জ্বালানি তেল সরবরাহের ঘোষণায় দরপতন ঘটে। তথ্য বলছে, সম্প্রতি জাপানের শিল্পমন্ত্রী কোইচি হাগিউদা জানান, ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) দ্বিতীয় ধাপে সদস্য দেশগুলোর মজুদ থেকে বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহের পরিকল্পনা নিয়ে কাজ করছে।


বণিক বার্তা