টুইটারের পরিচালনা পর্ষদে যোগ দিচ্ছেন না টেসলা সিইও ইলোন মাস্ক। মাইক্রোব্লগিং সাইটটির সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হওয়া সত্ত্বেও সেখানে যোগ দেবেন না তিনি। রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন টুইটার সিইও পরাগ আগারওয়াল। খবর এপি ও রয়টার্স।

সাম্প্রতিক দিনগুলোয় বেশকিছু ইস্যুতে টুইটারের সমালোচনায় সরব ছিলেন ইলোন মাস্ক। এরই মধ্যে ৪ এপ্রিল জানা যায় মাইক্রোব্লগিং সাইটটির ৯ দশমিক ১ শতাংশ শেয়ারের মালিকানা তার। রোববারও টুইটারের বেশকিছু নীতি পরিবর্তনের কথা তোলেন মাস্ক। এর মধ্যে রয়েছে সাইটটিকে সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত করা। উল্লেখ্য, ২০২১ সালে টুইটারের মোট আয়ের প্রায় ৯০ শতাংশ এসেছে বিজ্ঞাপন থেকে। টুইটার সিইও আগারওয়াল এক পোস্টে জানান, ৯ এপ্রিল পরিচালনা পর্ষদে মাস্কের নিয়োগ চূড়ান্ত হওয়ার কথা ছিল। কিন্তু ওই দিনই মাস্ক জানান, তিনি পর্ষদে থাকতে পারছেন না। কী কারণে মাস্ক পরিচালনা পর্ষদে যুক্ত হতে চাইছেন না তা স্পষ্ট করেননি টুইটার সিইও।


অভ্যন্তরীণ সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছিল, পরিচালনা পর্ষদে মাস্কের যোগদান নিয়ে উদ্বিগ্ন ছিলেন টুইটার কর্তাব্যক্তিরা।

টুইটারের শেয়ার ক্রয়ের আগে মাইক্রোব্লগিং সাইটটিতে একটি জরিপ পরিচালনা করেছিলেন মাস্ক। এতে প্রশ্ন রেখেছিলেন, মুক্ত মত প্রচার ও প্রসারের নীতি অনুসরণ করে কি টুইটার? প্রায় তিন-চতুর্থাংশ অংশগ্রহণকারী ‘না’ ভোট দেন।

বণিক বার্তা