চলতি বছরের প্রথম প্রান্তিকে উত্তর আমেরিকায় স্মার্টফোন বিক্রি হয়েছে ৩ কোটি ৯০ লাখ ইউনিট। গত বছরের একই সময়ের ৩ কোটি ৭৬ লাখ ইউনিটের চেয়ে যা বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ। অ্যাপলের আইফোন বিক্রি বেড়েছে ১৯ শতাংশ। এতে কুপারটিনোভিত্তিক কোম্পানিটির বাজার হিস্যা দাঁড়িয়েছে ৫১ শতাংশ।

প্রযুক্তি বাজারবিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিসের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে অ্যাপলের আইফোন বিক্রি হয়েছে ২ কোটি ইউনিট। গত বছরের একই প্রান্তিকে যেখানে বিক্রি হয়েছিল ১ কোটি ৭০ লাখ ইউনিট। সবসময়ই অ্যাপলের শীর্ষ বাজার ছিল উত্তর আমেরিকা। গত বছরের একই প্রান্তিকে যেখানে তাদের বাজার হিস্যা ছিল ৪৭ শতাংশ এবার আইফোন ১৩তে ভর করে তা ৫১ শতাংশে দাঁড়িয়েছে।

প্রথম প্রান্তিকে ১ কোটি ৫ লাখ ইউনিট হ্যান্ডসেট বিক্রি করে দ্বিতীয় স্থান স্যামসাং ইলেকট্রনিকসের। নতুন এস সিরিজ ও এ সিরিজের স্মার্টফোনের চাঙ্গা বিক্রিতে স্যামসাংয়ের বাজার হিস্যা ১ শতাংশ বেড়ে ২৭ শতাংশে দাঁড়িয়েছে। ৪০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রির মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে লেনোভো। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে টিসিএল ও গুগল। জানুয়ারি-মার্চ প্রান্তিকে টিসিএলের স্মার্টফোন বিক্রি হয়েছে ১৪ লাখ। তাদের বাজার হিস্যা দাঁড়িয়েছে ৪ শতাংশে। গত বছরের একই প্রান্তিকের ১৭ লাখ ইউনিটের চেয়ে বিক্রি ২১ শতাংশ কমেছে টিসিএলের।

ক্যানালিসের বিশ্লেষক ব্রায়ান লিঞ্চ বলেন, অ্যাপলের শক্তিশালী প্রবৃদ্ধির ওপর ভর করে উত্তর আমেরিকার স্মার্টফোন বাজার সম্প্রসারিত হয়েছে। এছাড়া আইফোন এসই উন্মোচনও উত্তর আমেরিকায় বাজার সম্প্রসারণে ভূমিকা রেখেছে। সাশ্রয়ী এডিশনের মাধ্যমে যারা আইফোন ১৩ কিনতে পারেনি তাদের আইফোন কেনার ইচ্ছা পূরণ হয়েছে।

বণিক বার্তা