আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করি অর্থ উপার্জন এর জন্য।কিন্তু সেই ফরেক্স মার্কেট যদি আমাদের নিঃস করে দেয়।তাহলে আমাদের স্বপ্ন ভঙ্গ হয়ে যায়।এই জন্য ফরেক্স মার্কেটে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য দক্ষতা অর্জন করতে হবে।আবার দেখা যায় ফরেক্স মার্কেটে বেশির ভাগ দক্ষ ট্রেডার লস করে।কারন তারা ফরেক্স মার্কেটে ট্রেড করার কৌশল শিখেছে।কিন্তু কিভাবে কোন যায় গাতে বা কি নিয়মে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যাবে সে বিষয়ে তারা অবগত না।প্রথমে আমাদের যে সমস্যা হয় সেটা হলো আমারা লোভের কারনে ভালো এন্ট্রির জন্য অপেক্ষা করতে পারিনা।দ্বিতীয় হলো আমরা খুব ছোট ডিপোজিট নিয়ে ট্রেড করি।এই জন্য অতিরিক্ত লাভের আশায় অভার লটে ট্রেড ওপেন করি।তৃতীয় কারন হলো উপযুক্ত পরিবেশ এর অভাব।চতুর্থ কারন হলো আমরা সেন্টিমেন্টাল এনালাইসিস কাছে বার বার মার খাই।আর এই বিষয়ে আমার যতো দ্রুত ওভারকাম করবো ততো ফরেক্স মার্কেটে উন্নতি করবো।