ফরেক্স মার্কেটের সাথে আমাদের পরিচয় হয় অনলাইনে বা কোন বড় ভাই এর হাত ধরে।এরপর আমরা এর ভবিষ্যত কেমন বা এখানে আমরা কি করতে পারি তা জানার জন্য অনলাইনে রিসার্চ করতে থাকি।কিন্তু আমাদের সব রিসার্চ এর সম্মিলিত ফল হলো।ফরেক্স মার্কেটে থেকে কয়েক মাসের কোর্স করে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবো।এই লক্ষ্যে আমরা ডেমো একাউন্ট্ খুলে প্রাক্টিস করতে থাকি।কিন্তু প্রকৃত বাস্তবতা হলো ডেমোপ্রাক্টিস এর মাধ্যমে আমরা সঠিক কোন স্ট্র্যাটেজি তৈরি করতে পারিনা।এখানে ভারচুয়াল ডলার দিয়ে ট্রেড করি।আর তাই মেন্টালি কোন প্রেশার থাকেনা।মার্কেট বাইয়ে দৌর দিলে বাই করি সেলে দৌর দিলে সেল করি।এভাবে ট্রেড করে প্রফিট করতে থাকি।আর মনে মনে ভাবতে থাকি আমি বড় মাপের ট্রেডার হয়েছি।আর তাই ডেমো প্রাক্টিস করে লাভ কি?
এখন যত সময় নষ্ট করবো ততো আমার ক্ষতি হবে।এরপর যে কথা সেই কাজ।বড় ভাইদের নিষেধ সত্তেও একশত বা তারো বেশি ডিপোজিট করে হাজার হাজার ডলার ইনকামের আশায় রিয়েল একাউন্ট্ এ ঝাপিয়ে পড়ি।এরপর সেই পুরানা নিয়ম অনুযায়ী ট্রেড এন্ট্রি নিতে থাকি।কিন্তু এই বার নতুন এক সমস্যার মুখোমুখি হতে হয়।ট্রেড এন্ট্রি নিলেই ব্লাড প্রেসার বেরে যায়।একটু লাভ হলে খুশি হই।আবার যখন একটু লসে যায়।মনে হয় একাউন্ট্ শেষ হলো।তারাতারি ট্রেড ক্লজ করি।আর মনে মনে ভাবি আগের মত কেন প্রফিট করতে পারছিনা।এভাবে এক দুই দিন যাওয়ার পর দেখি একাউন্ট্ এর অর্ধেকই শেষ হয়ে গেছে।এখন রিকভারির করার জন্য পুরা একাউন্ট্ এর উপর রিক্স নিয়ে মার্কেটে থেকে বের হয়ে বসে থাকি।আর ভাবি যা হবার তা হবে।কিন্তু বাস্তবতা তো এটাই আপনার একাউন্ট্ জিরো হয়েছে।এভাবেই আমরা বেশ কয়টা একাউন্ট্ জিরো করে ফরেক্স মার্কেটে কে বিদায় জানায়।আর ফরেক্স মার্কেট কে গেম্বলিং এর তকমা দিয়ে থাকি।ভাইয়া ফরেক্স মার্কেটে একমাস ডেমোপ্রাক্টিস বা ছয় মাসের কোর্স করে যদি প্রফেশনাল মানের ট্রেডার হওয়া যেত তাহলে সবাই ফরেক্স মার্কেটে ট্রেড করতো।আপনি ফরেক্স মার্কেট কে ইনকামের সহজ ও স্বাধীন পথ ভাবছেন।আসলে ফরেক্স আপনার নগন্য চিন্তার চেয়েও অনেক ভয়াবহ।একে জয় করতে হলে আপনাকে শিখতে হবে সেই অনুযায়ী প্রাক্টিস করতে হবে।আবার তা একটি নিয়মের মধ্যে মার্কেটে প্রয়োগ করতে হবে।আর এই কাজ করতে আপাকে কয়েক বছর সময় দিতে হবে