নভেল করোনাভাইরাসের প্রভাবে বিপর্যস্ত মার্কিন অর্থনীতির ঘুরে দাঁড়ানোর বিষয়ে নিজের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। তার মতে, এ ধরনের সংকটে বরাবরই ‘আমিরেকান জাদু’ নিজের খেল দেখিয়েছে। এবারো তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন বাফেট। খবর এএফপি।


স্থানীয় সময় শনিবার বাফেট এমন সময়ে মার্কিন অর্থনীতির বিষয়ে এ আশাবাদ ব্যক্ত করলেন, যখন তার নিজের কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ের প্রথম প্রান্তিকে ক্ষতি হয়েছে প্রায় ৫ হাজার কোটি ডলার। এছাড়া গত মাসে তার কোম্পানি যুক্তরাষ্ট্রের প্রধান চার বিমান পরিবহন সংস্থায় নিজের সব শেয়ার বিক্রি করে দিয়েছে। বাফেট বলেন, এ শেয়ার বিক্রির মানে হলো, এয়ারলাইনে তার বিনিয়োগের সিদ্ধান্ত ভুল ছিল। মূলত বাফেট এর আগে আমেরিকান এয়ারলাইনস, ডেল্টা এয়ারলাইনস, সাউথওয়েস্ট এয়ারলাইনস ও ইউনাইটেড এয়ারলাইনসের ১০ শতাংশ শেয়ার কিনে নিয়েছিলেন। কিন্তু নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রেক্ষাপটে বিমান পরিবহন ব্যবসায় বর্তমানে ধস নেমেছে।

এ বিষয়ে বাফেট বলেন, তার মতে পুরো এয়ারলাইন ব্যবসার গতি-প্রকৃতি বর্তমানে পাল্টে গেছে। ফলে বার্কশায়ারের পক্ষে এ খাতে মুনাফা করার আপাত কোনো সুযোগ নেই। বাফেটের এমন ঘোষণা ও পদক্ষেপ এরই মধ্যে বিপর্যস্ত বিমান পরিবহন খাতকে আরো খাদের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বণিক বার্তা