আমরা অনেকে স্টপ লস সেট করতে দ্বিধা দ্বন্দের ভুগি। সঠিকভাবে স্টপলোস সেট করতে না পারার কারণে স্টপ লস হিট করার পরক্ষণেই মার্কেট ঊর্ধ্বমুখী মুভমেন্ট করে। এতে করে অনেকে আফসোস করে থাকেন এটির নিত্যদিনের ঘটনা। আপনি যদি সঠিকভাবে স্টপ লস থাকতেন তাহলে কখনো এই ধরনে আফসোস করতে হবে না। এজন্য আপনাকে জানতে হবে সঠিক স্থানে স্টপ লস করার। যখন মার্কেট ঊর্ধ্বমুখী মুভমেন্ট করার পর নতুন হায় হায়ার লো সৃষ্টি হবে এবং পরবর্তীতে আবার নতুন রেসিস্টেন্স লাইন তৈরি হবে হায়ার লো কনফার্ম হওয়ার পর বাই ট্রেড নিতে হবে এবং স্টপ লস সেট করতে হবে পূর্ববর্তী হায়ার লো থেকে ২০ বা ৩০ পিপস নিচে।