সম্প্রতি বাজারে পিক্সেল ৬ সিরিজের স্মার্টফোন উন্মোচন করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। প্রথমবারের মতো এ সিরিজে নিজস্ব উৎপাদিত টেনসর চিপ ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। নতুন প্রকাশিত তথ্যানুযায়ী, পিক্সেল ৭ সিরিজের স্মার্টফোনের জন্য দ্বিতীয় প্রজন্মের টেনসর চিপ নিয়ে কাজ করছে এ টেক জায়ান্ট। খবর গিজমোচায়না। পিক্সেল ৬ বাজারে আসার পর সম্প্রতি নাইনটুফাইভগুগলের সদস্যরা ক্লাউডরিপার নামে নতুন পিক্সেল ফোনের কোডনেমের সন্ধান পেয়েছে। তাদের ধারণা পিক্সেল ৭ ও ৭ প্রোর তুলনায় ৭ সিরিজে শক্তি জোগানোয় এ নাম দেয়া হয়েছে। ডেভেলপার বোর্ডের জন্য ক্লাউডরিপার নামটি ব্যবহার করা হয়ে থাকতে পারে। যেটি দুই মডেলের স্মার্টফোনের হার্ডওয়্যার সম্পর্কিত। পিক্সেল ৬ ও ৬ প্রোর জন্য স্লাইডার কোডনেমটি বহুল প্রচলিত ছিল। তাই ক্লাউডরিপার নামটি গুগলের দ্বিতীয় প্রজন্মের টেনসর চিপের সঙ্গে যুক্ত। যেটিতে জিএস২০১ সিরিয়াল নম্বরও রয়েছে। পিক্সেল ৬ সিরিজে ব্যবহূত টেনসর চিপে জিএস১০১ মডেল নম্বর ব্যবহার করা হয়েছিল। পিক্সেল সম্পর্কিত যেসব অ্যাপস রয়েছে, সেখানে ক্লাউডরিপারের নাম দেখা গেছে। তাই প্রযুক্তিবিদরা ধারণা করছেন গুগল এরই মধ্যে দ্বিতীয় প্রজন্মের জিএস২০১ মডেলের চিপসেট নিয়ে কাজ শুরু করে দিয়েছে। তবে গুগলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
[IMG]http://forex-bangla.com/customavatars/121953715.jpg[/IMG]