গাড়ির ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ২ লাখ ৯৫ হাজার গাড়ি প্রত্যাহার করবে কিয়া মোটরস করপোরেশন। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক গাড়ি নির্মাতা কোম্পানিটি। খবর রয়টার্স।

কিয়া মোটরস জানায়, যে মডেলের গাড়িগুলো তুলে নেয়া হবে, সেগুলো হচ্ছে ২০১২-১৩ মডেল বর্ষের সোরেন্তো, ২০১২-১৫ সালের ফোর্তে ও ফোর্তে ক্যুপ, ২০১১-১৩ সালের অপ্টিমা হাইব্রিড, ২০১৪-১৫ সালের সৌল এবং ২০১২ সালের স্পোর্টেজ। চালানোর সময় এ গাড়িগুলোর ইঞ্জিন কম্পার্টমেন্টে আগুন লেগে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যাহারকৃত গাড়িগুলো কিয়া মোটরসের ডিলাররা পরীক্ষা করে দেখবেন, সেখানে জ্বালানি বা তেল লিকের সম্ভাবনা রয়েছে কিনা। এছাড়া ইঞ্জিন পরীক্ষা চালাবেন এবং প্রয়োজনে ইঞ্জিনসহ যেকোনো যন্ত্রপাতি পাল্টে দেবেন।

নিরাপত্তা ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রে সঠিক সময়ে ১৬ লাখ গাড়ি প্রত্যাহারে ব্যর্থতায় কিয়া এবং তার অ্যাফিলিয়েট প্রতিষ্ঠান হুন্দাই মোটর কোম্পানির বিরুদ্ধে দেওয়ানি মামলা হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ওই মামলার রায়ে রেকর্ড ২১ কোটি ডলার জরিমানা দেয়া হয়েছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্র থেকে ১ লাখ ২৯ হাজার গাড়ি প্রত্যাহার করেছে হুন্দাই। তাদের রড বেয়ারিং দ্রুত ক্ষয়ে ইঞ্জিনের ক্ষতি এবং আগুন লাগার ঝুঁকিতে তা প্রত্যাহার করে নিতে হয়েছে।

বণিক বার্তা