করোনা মহামারী থেকে পুনরুদ্ধারের সময়কালে যুক্তরাষ্ট্রে অন্তত ৮ লাখ ৫০ হাজার নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। জুনে তৈরি হওয়া এ কর্মসংস্থান গত তিন মাসের তুলনায় যথেষ্ট বেশি। নতুন এসব কর্মসংস্থান সৃষ্টির ফলে বোঝা যায়, সংস্থাগুলো তাদের শূন্যস্থান পূরণ করতে কর্মীর প্রয়োজনীয়তা অনুভব করছে। খবর অ্যাসোসিয়েটেড প্রেস।

শুক্রবার প্রকাশিত মার্কিন শ্রম বিভাগের এক প্রতিবেদনে দেখা যায়, কভিড-পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারের ফলে সংস্থাগুলো মহামারীকালীন সীমাবদ্ধতা ভালোভাবেই কাটিয়ে উঠছে। রেস্তোরাঁগুলোতে মহামারী-পূর্ববর্তী সময়ের মতো লোকজনের আনাগোনা বেড়েছে। আগের চেয়ে বেশি মানুষ কেনাকাটা, ভ্রমণ, খেলাধুলা ও বিনোদনে অংশ নিচ্ছে। পাশাপাশি আকাশপথে যাত্রী পরিবহনের পরিমাণও কভিড-পূর্ববর্তী সময়ের তুলনায় ৮০ শতাংশ উন্নীত হয়েছে। মার্কিন নাগরিকরা মনে করছেন, আগামী কয়েক মাসের মধ্যেই অর্থনীতি মহামারী-পূর্ববর্তী সময়ের মতো সম্পূর্ণভাবে স্বাভাবিক হবে।

প্রতিবেদনে আরো উঠে এসেছে, কর্মীরা চাকরির বাজারে উচ্চস্থানে অধিষ্ঠান যথেষ্ট উপভোগ করছেন, কোম্পানিগুলো কর্মীদের উচ্চ মজুরি দিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের ঝুঁকি গ্রহণ করছে। জুনে প্রতি ঘণ্টায় কর্মীদের পারিশ্রমিক এক বছর আগের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ পর্যন্ত বেড়েছে। ফলে বর্তমানে মহামারী-পূর্ববর্তী সময়ের তুলনায় বার্ষিক বেতন বৃদ্ধি পাওয়ার হার যথেষ্ট বেশি বলে পরিলক্ষিত হয়েছে।

বণিক বার্তা