ফরেক্সে এসে অপরের মুখ থেকে কোন কথা শুনে বিশ্বাস করার চেয়ে অনলাইন সোর্স ঘেঁটে নিজে যদি কিছু একটা বের করে নেয়া যায় সেটা বোধ করি প্রকৃত শেখা হয়। তবে আমি এটা বলছি না যে অভিজ্ঞ লোকের কাছ থেকে শুনে শেখা যাবে না। আমি এটা বলতেছি শেখার ক্ষেত্রে মাল্টিসোর্স ব্যবহার করতে হবে। এখানে অনেকে জানতে চেয়েছেন ট্রেডিং এর জন্য কোন ব্রোকারটি ভালো। আসলে এ বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেল গুলোর মধ্যে গ্রহণযোগ্য চ্যানেলগুলোতে ভিডিও দেয়া আছে। একটু কষ্ট করলেই এই সকল ভিডিও খুঁজে পাবেন। আর এই সকল ভিডিও টিউটোরিয়াল গুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনার জন্য কোন ব্রোকার প্রয়োজন। আপনি আরো বুঝতে পারবেন* ব্রোকার এর প্রকারভেদ ও রেগুলেশন সম্পর্কে। তাই আমি নবাগত ফরেস্টেডার ভাইগনকে বলতে চাচ্ছি ট্রেডিং এর পাশাপাশি ব্রোকার সম্পর্কে একটু অভিজ্ঞতা অর্জন করে নিতে। তাহলে বিভিন্ন লোকের বিভিন্ন কথা শুনে আর বিভ্রান্ত হতে হবে না। বরং আপনি নিজে নিজেই বুঝতে পারবেন। আমি মনে করি ইন্সটাফরেক্স সেরা ব্রোকার। তাদের সেবা ও কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।