জানুয়ারিতে ইরানের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন বেড়েছে। বিশ্ব অর্থনীতিতে মহামারীর প্রভাব কাটতে শুরু করার পরই উত্তোলন বাড়াতে শুরু করে ইরান। এক্ষেত্রে অগ্রসরমাণ পরমাণু সংলাপ দেশটিকে সহায়তা করছে। খবর তেহরান টাইমস।

তথ্য বলছে, জানুয়ারিতে ইরান দৈনিক ২৪ লাখ ৮২ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে। ডিসেম্বরের তুলনায় যা বেড়েছে ২১ শতাংশ।

জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেকের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষ প্রান্তিকে ইরান দৈনিক ২৪ লাখ ৮০ হাজার ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করেছিল। চলতি বছরের প্রথম প্রান্তিকে উত্তোলন ৪০ হাজার ব্যারেল করে বাড়ার সম্ভাবনা রয়েছে। ওপেক আরো জানায়, গত বছর ইরানের গড় উত্তোলনের পরিমাণ ছিল দৈনিক ২৪ লাখ ৫ হাজার ব্যারেল। এর আগের বছর গড় উত্তোলনের পরিমাণ ছিল দৈনিক ১৯ লাখ ৮৮ হাজার ব্যারেল।

বণিক বার্তা