ইউক্রেনে যুদ্ধের কারণে ঊর্ধ্বমুখী রয়েছে জ্বালানি পণ্যের দাম। ফলে বাড়ল মূল্যস্ফীতির পারদ। এপ্রিলে ইউরোজোনের বার্ষিক মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে উন্নীত হয়েছে। এ হার মার্চে ৭ দশমিক ৪ শতাশের পুরনো রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এ নিয়ে টানা ষষ্ঠ মাসের মতো ২৭ দেশের ব্লকটিতে মূল্যস্ফীতি রেকর্ড উচ্চতায় রয়েছে। খবর এপি।

ব্লকের পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট জানিয়েছে, এপ্রিলে জ্বালানির দাম গত বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেড়েছে। এটি তুলে ধরেছে যে ইউক্রেনে রুশ আগ্রাসন কীভাবে ইউরোজোনের ৩৪ কোটি ৩০ লাখ মানুষের ওপর প্রভাব ফেলেছে। এ পরিস্থিতি কভিডের বিপর্যয় কাটিয়ে ব্লকের অর্থনীতি পুনরুদ্ধারেও প্রতিবন্ধকতা তৈরি করছে।

ইউরোপে পণ্য ও পরিষেবার দামের উল্লম্ফন যুক্তরাষ্ট্রের পরিস্থিতিকেও প্রতিনিধিত্ব করে। মার্চে বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে মূল্যস্ফীতি ৮ দশমিক ৫ শতাংশে উন্নীত হয়। এ হার দেশটির ইতিহাসে ৪১ বছরের মধ্যে সর্বোচ্চ।

যুদ্ধের ফলে বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রফতানিকারক রাশিয়া থেকে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কায় অস্থিতিশীল রয়েছে জ্বালানির বাজার। ঊর্দ্ধমুখী রয়েছে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম। এছাড়া কাঁচামাল ও পরিবহনে উচ্চ ব্যয় পণ্যের দাম বাড়াতে অবদান রাখছে।

বণিক বার্তা