সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে। চলতি বছর দেশটির অর্থনীতি ৫ দশমিক ৪ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। সম্প্রতি ইউএইর কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে। খবর আরব নিউজ।

গত বছর আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৮ শতাংশ। আগামী বছর এ প্রবৃদ্ধির হার ৪ দশমিক ২ শতাংশ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি দেশটির জ্বালানি তেলবহির্ভূত খাতের অর্থনীতি এ বছর ৪ দশমিক ৩ শতাংশ সম্প্রসারিত হবে। গত বছর এ খাতের প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৩ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস বলছে, আগামী বছর এ প্রবৃদ্ধি ৩ দশমিক ৯ শতাংশ হওয়ার সম্ভাবনা আছে। এ বছর দেশটির জ্বালানি তেল খাতের অর্থনীতি ৮ শতাংশ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আছে। আগামী বছর এ প্রবৃদ্ধির হার ৫ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে ইউএই কেন্দ্রীয় ব্যাংক বোর্ডের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ বলেন, গত বছর কভিড-১৯ মহামারীর জন্য নানা ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হয় ইউএই। এ সত্ত্বেও অর্থনৈতিকভাবে বেশ সচল ভূমিকা ছিল দেশটির। বিভিন্ন ধরনের নীতি প্রণয়নের পাশাপাশি সঠিক নেতৃত্বের কারণে প্রতিযোগী মনোভাব বেড়েছে ইউএইর। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক প্রতিবেদন ২০২১ সালে মহামারীতে দেশের নানা চ্যালেঞ্জের মোকাবেলা করাকে আলাদাভাবে প্রশংসা করা হয়।

বণিক বার্তা