ফরেক্স ট্রেডিং কে খুব ছোট করে দেখার কিছু নেই। এটা আর্ন্তজাতিক মানের এবং প্রতিষ্ঠিত ব্যাবসা। এখানে যদি আপনি গঠনমুরক ভাবে এবং পরিকল্পনা করে আগাতে পারেন তাহলে এটা আপনাকে এত বেশী রির্টান দিবে যা আপনি অন্য কোন কিছু থেকে পাবেন না ।
দেশে বিদেশে এমন অনেক ফান্ড প্রোবাইডিং কোম্পনি আছে যারা স্কিলফুল ট্রেডারের মাধ্যমে তাদের ফান্ড ম্যানেজ করে থাকে।** আপনি প্রফেশনাল হলে স্কিনসর্ট বা মাইকিং করে ফান্ড খুজতে হবে না। ওরাই আপনাকে হায়ার করবে। কিন্তু আপনাকে আপনার ট্রেডিং স্কিল ওদের পারর্ফম করে দেখাতে হবে।
আপনার যদি নিচের কোয়ালিফিকেশন থাকে বা ধীরে ধীরে গড়ে তুলতে পারেন তাহলে আমি মনে করি সাফল্য আপনার হতের মুঠোয় চলে আসবে।
১।কোন একটা ট্রেডিং ষ্ট্রাটেজি ঠিক করে তা উপর প্রাকটিস করা এবং একটা ফোর্টফলিও তৈরী করা।
২।সঠিক মানি ম্যানেজমেন্ট ফলো করার মানসিকতা তৈরী করা।ট্রেডিং রিস্ক ১% থেকে ৩% মধ্যে রেখে ট্রেড করা ।
৩।ডেইলি ম্যাক্সিমাম ড্রডাউন <৫% রাখা। তার মানে হলো আপনার যে ইকুয়েটি থাকবে তার ডেইলি লস <৫% এর ভিতর রাখা ।পারলে যদি কোন দিন আপনার ইকুইটির ৩% লস হয়ে যায় তবে ঐ দিনের জন্য ট্রেড থেকে বিরত থাকা ।এতে আপনার মাইন্ড রিসেট হবে এবং বড় ধরনের ট্রেডিং বিপর্যয় থেকে বেচে যাবেন ।*
৪।মাসিক ড্রোডাউন অবশ্যই <১০ % ভিতর রাখার প্রাকটিস করা।এত করে আপনার গ্রহনযোগ্যতা অনেক বেশী হবে ইনভেষ্টররে কাছে ।
৫। ট্রেডে প্রফিট কম টার্গেট করে রিস্ক ম্যানেজমেন্ট এর দিকে বেশী ফোকাস করা ।
৬া ট্রেডিং জানাল রাখা যাতে করে পরবর্তী তে আপনার অবশর সময়ে ট্রেডিং হিষ্ট্রি দেখে আপনার ভুল গুলো ধরতে পারেন ।
৭।ষ্ট্রংলি সাইকোলজী ডেবোলাপ করা । যারা ইমোশন কন্ট্রোল করতে পারে না তারা ফরেক্স এ বেশী দিন টিকতে পারে না বা অল্প সময়ের ব্যবধানে হারিয়ে যায় ।*
পরিশেষে বলতে চাই অল্প ব্যালেন্স এ ট্রেড করেন সমস্যা নাই ,মনে রাখবেন আপনার 100 ডলারে একাউন্টে যে ট্রেড সেট আপ দিবেন তা কিন্তু আপনি লক্ষ ডলারের একাউন্ট এ একই হবে । পার্থক্য হবে শুধু ট্রেড ভলিউমে, অন্য সক কিছু একই থাকবে ।