গত ২১ বছরের মধ্যে এতটা পতন আর দেখেনি তেলের বাজার। চাহিদা কমায় অন্যদিকে সংরক্ষণ সক্ষমতা আর না থাকায় যুক্তরাষ্ট্রভিত্ িক জ্বালানি তেলের দামে অনেকটা ধস নেমেছে । আজ সোমবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১৪ শতাংশ কমে গেছে। প্রতি ব্যারেল ১৫ দশমিক ৬৫ ডলারে গিয়ে ঠেকেছে।


করোনাভাইরাস মহামারির কারণে চাহিদা কমায় তীব্র চাপের মুখে পড়েছে জ্বালানি তেলের বাজার। বিশ্ববাজারে হু হু করে কমছে দাম। যুক্তরাষ্ট্রে তেল সংরক্ষরণাগারগুলো অতিরিক্ত তেলের চাপ আর নিতে পারছে না। এতে দাম আরও কমে যাচ্ছে।

গত এক মাস ধরে কম চাহিদার চাপ ও উৎপাদন কমানো নিয়ে তর্কবিতর্ক চলছে তেলের বাজারে। অবশ্য চলতি বছরের শুরু থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ায় নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে তেলের ওপর। মার্চের শেষে ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলোচনা শুরু হয় তেল উতপাদনকারী দেশগুলোর মধ্যে।