QuoteOriginally Posted by Alan Benet View Post
বিশ্বাস করুন আর নাই করুন, ফরেক্স কিন্তু আসলেই অনেক সোজা। যদি আপনি ভালোভাবে এর উপর স্টাডি করতে পারেন।
আপনি এদিক ওদিক খোঁজাখুঁজি করতে করতে ভুলেই গেছেন আপনার হাতের কাছেই হয়তো ছোট্ট একটা স্ট্রাটেজি আছে যেটাকে একটু ভাল করে মডিফাই করতে পারলেই বেশ ভাল প্রফিট করা সম্ভব।
ভাই ফরেক্স ট্রেডিং খুব সহজ একটা ব্যবসা নয় । যে আপনি ফরেক্স মার্কেটে ট্রেডিং করলেন আর অর্থোপার্জন হয় শুরু হবে এই ভাবনায় যদি আপনি ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে আসেন তাহলে আপনি ভুল করবেন । ফরেক্স ট্রেডিং একটা জটিল ব্যবসা তবে আপনি এই জটিল ব্যবসাকে সহজ করে তুলতে পারেন আপনার অনুশীলন এবং ধৈর্যের সাহায্যে । তাই ফরেক্স মার্কেট থেকে অর্থ উপার্জন করতে হলে আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণ অনুশীলন এবং ধৈর্যধারণ করতে হবে ।