ট্রেড শুরু করার ক্ষেত্রে টেকনিকাল এনালাইসিস দিয়ে শুরু করা যেতে পারে.শুরুতেই দুটি এনালাইসিস করে নিজেকে বিব্ব্রত করার দরকার নেই.প্রথমে ধীরে ধীরে টেকনিকাল এনালাইসিস এর মাধ্যমে এগিয়ে যান তার পর আসতে আসতে ফান্ডামেন্টাল ও করার চেষ্টা করুন.কারণ সফল হতে হলে দুটি এনালাইসিস ই করতে হবে.তাই আগে টেকনিকাল দিয়ে শুরু করুন.