হ্যা, ফরেক্স যে না শিখে করে তার জন্য এটি জুয়া খেলার মত। কেননা সে ফরেক্স কি, কিভাবে করে এখানে কি করতে হয় সেটা সে জানে না। ফরেক্স বাস্তবে কোন জুয়া খেলা নয়। এটি আন্তর্জাতিক মুদ্রা বাজার। যেখানে বিভিন্ন দেশের মুদ্রা কেনা-বেচা করা হয়ে থাকে।