QuoteOriginally Posted by Biplob72 View Post
ডেমো অ্যাকাউন্ট ক্যাবিনেট অনভিজ্ঞ ট্রেডারদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে তারা কারেন্সী বাজারে প্রাথমিক পদক্ষেপ নিতে পারে।
আমি মনে করি ডেমো ট্রেডিং সফলাতার মূল চাবিকাঠি। যে যতো বেশি ডেমো প্রাকটিস করবে তার সফলাতার সম্ভাবনা অনেক বেশি। কমপক্ষে ৬ মাস থেকে ১ বছর ডেমো প্রাকটিস করা উচিৎ। ডেমো ট্রেডিং কে আপনার রিয়েল ব্যালেন্স ভেবে ট্রেড করুন। মনে করুন এখান থেকে আপনি ভূল করলে আপনার ব্যালেন্স শুন্য হয়ে যাবে আর ঠিক করলে আপনি প্রফিট অর্জন করবেন। এভাবে একটু একটু করে এগিয়ে যান, দেখা যাবে একসময় আপনি রিয়েল ট্রেডেও সফলতা অর্জন করবেন। ডেমো ট্রেডিং এর মাধ্যমে আপনি টেকনিকাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস, সেন্টিমেন্টাল এনালাইসিস, মার্কেট মুভমেন্ট, মানি ম্যানেজমেন্ট, টেক প্রফিট-স্টপ প্রফিট, বাই-সেল স্টপ, ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন।


আমি রিয়েল ট্রেডিং এবং ডেমো ট্রেডিং এর মধে তেমন কোন পার্থাক্য করিনা। যেটুকু পার্থাক্য পরিলক্ষিত তা হলে ডেমো ট্রেডিং এর প্রফিট উত্তোলন করতে না পারলেও রিয়েল ট্রেডিং এর প্রফিট উত্তোলন করা যায়। ডেমো ট্রেডিং এ লাভ লস যাই করেন না কনো সেখানে আপনার হারানের কিছু নাই তবে রিয়েল ট্রেডিং এ লাভ লস যাই করেন না কেনো সেটা সরাসরি আপনার একাউন্টে প্রভাব ফেলবে। তবে ডেমো ট্রেডিং এর লাভ লস কাজে না লাগলেও ডেমো টেডিং এর অভিজ্ঞতা আপনার রিয়েল ট্রেডে ভালো ভাবেই কাজে দিবে। তাই বলা যায় রিয়েল ট্রেডে যাওয়ার আগে ডেমো টেডিং এর বিকল্প নেই। আপনি ডেমো ট্রেডে যতো ভালো করবেন রিয়েল ট্রেডেও ঠিক ততোটাই ভালো করবেন।

অনেকেই ভালো ভাবে ট্রেডিং আভিজ্ঞাতা না নিয়েই রিয়েল ট্রেড শুরু করে দেয় বিধায় শুরুতেই লস করে মার্কেট থেকে ঝড়ে যায়। আমাদের ফরেক্স মার্কেটে সফল হতে হলে প্রচুর অভিজ্ঞাতা নিয়ে ফরেক্স টেডিং করতে হবে। অন্যথায় সবার মতো ঝড়ে যাওয়ার কাতারে সামিল হতে হবে।