ফরেক্স মার্কেটে সর্বদা গতিশীল অবস্থা বিরাজমান থাকে। কিন্তু তাই বলে সবসময়ই মার্কেটের গতি সমান থাকে না। কোনো কোনো সময় মার্কেটের গতি অত্যাধিক বেশি থাকে। যারা পার্ট টাইম ফরেক্স ট্রেডার তারা অনেকেই বেশি মুভমেন্ট মার্কেটে ট্রেড করতে পছন্দ করে। এজন্য বাংলাদেশ সময় দুপুর ২ টা - রাত ৯ টা পর্যন্ত ভালো সময় বলে বিবেচিত হতে পারে বলে আমি মনে করি।চব্বিশ ঘন্টা করা যায় বলে যে চব্বিশ ঘন্টাই ফরেক্স নিয়ে বসে থাকতে হবে এমন কোন কথা নেই । আসলে ফরেক্স মার্কেট হল এমন একটা মার্কেট প্লেস যেখানে আমরা দিনে রাতে যে কোন সময় যে কোন অবস্থাতেই ট্রেড করতে পারি । আর এখন মোবাইলের মাধ্যমে ট্রেড করতে পারা যায় বলে যে কোন অবস্থাতেই ট্রেড চেক করা যায় মোবাইলে খুব স্বল্প ডাটা ব্যবহার করেই । তবে আমাদের বেশিরভাগ ট্রেডারই ফরেক্সকে পার্ট টাইম পেশা হিসেবে নিয়েছে । যার কারণে নিদ্দিষ্ট একটা সময়ে আমাদেরকে ট্রেড করতে হয় । বেশিরভাগ রাতের সময় ।ফরেক্স বিজনেস সম্পূর্ণভাবেই স্বাধীন ও মুক্ত একটি বিজনেস। ঘরে বসেই নিজের সুবিধামতন সময়ে ট্রেডিং করা যায় বলে ফরেক্স বিজনেসের প্রতি দিন দিন আগ্রহীদের সংখ্যা বাড়ছে। দিনের ২৪ ঘণ্টা এই মার্কেটে ট্রেডিং করা যায়। তাই নিজের সুবিধামতন সময় বের করে নিয়ে এই মার্কেটে ট্রেডিং করা যায়।