ফরেক্স একটা কারেন্সির মার্কেট যেখানে লাভলসই খেলা । এই মার্কেটে ্লাভলাভলসের কারন হচ্ছে দক্ষতাএবং অভিজ্ঞতা । এই মার্কেটে অনভিজ্ঞ থেকে অভিজ্ঞ হওয়া এবং অদক্ষ থেকে দক্ষ হওয়ার উপায় রয়েছে। ফরেক্স মার্কেটে স্টেপ বাই স্টেপ উন্নতি করে যেতে হবে। যেটা এখানে আপনি চারটি ধাপের বর্নানো দিয়েছেন এভাবে এগোলেই ফরেক্স শিখা সহজ হবে।