হ্যা এটা একদম সত্য কথা। আমরা যখন শুরুতে ফরেক্স এ আসি আমরা মনে করি ফরেক্স অনেক সহজ একটি বিষয়। বাই বা সেল করলেই হল। তাহলেই লাভ হবে। কিন্তু আ 5 বছর পরে বুঝতে পারছি যতটা সহজ মনে করে ফরেক্স এ আসা ফরেক্স আসলে ততটা সহজ নয়। এখানে প্রতিমুহুর্তে যুদ্ধ করে টিকে থাকতে হয়। আপনার একটু অসাবধানতায় আপনি আপনার ব্যালেন্স হারিয়ে ফেলতে পারেন।