কোন কারেন্সিতে ট্রেডিং করা ভাল এটি নিভর করবে আপনার উপর । তবে আমি মনে করি যেসব কারেন্সির ভলাটিলিটি বেশি সেসব কারেন্সিতে ট্রেডিং করােই ভাল । বিশেষ করে মেজর কারেন্সিগুলো । তবে একসাথে সব কারেন্সি নিয়ে ট্রেড করা ভাল না । যেকোন কয়েকটা কারেন্সি নিয়ে ট্রেড করা ভাল হবে ।