"ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড"-ফরেক্স ট্রেডারদের বন্দ্বুই হলো এই ট্রেন্ড যার হাতে হাত রেখেই এই বিশাল বিশ্বব্যাপী মার্কেটে চলতে হয়৷ট্রেন্ড বা গতি হচ্ছে তিন প্রকার,যথা-আপট্রেন্ড,ডাউনট্রেন্ড ও সাইডওয়ে ট্রেন্ড৷আপট্রেন্ডে দেখবেন প্রাইস কিছু সময় থেমে থেমে আপে বা উর্ধগতির দিকে এগুচ্ছে৷ডাউনট্রেন্ডে দেখবেন প্রাইস কিছু সময় থেমে থেমে ডাউনে বা নিম্নগতির দিকে এগুচ্ছে৷আর সাইডওয়ে ট্রেন্ড বা রেন্জিং মার্কেটে লেনদেন কম হয় বলে প্রাইস সমান্তরাল ভাবে একইপাশে ঘোরাফেরা করতে থাকে৷আপট্রেন্ডে ক্রেতাগণ ক্রমাগত ক্রয় করে থাকেন এবং ডাউনট্রেন্ডে বিক্রেতাগণ ক্রমাগত বিক্রয় করে থাকেন৷এই ট্রেন্ড গুলো ভালো ভাবে দেখে বুঝে এনালাইসিস করেই ট্রেড করতে হয়৷মনে রাখবেন,ট্রেন্ড বুঝে ট্রেন্ডের সাথে ট্রেড করতে পারলেই নিয়মিত প্রফিট পাবেন আর ট্রেন্ড না বুঝে ট্রেন্ডের বিপরীতে ট্রেড করলে আপনার পুরো ব্যালেন্সই হয়তো শুন্য হয়ে পড়বে৷তাই সর্বপ্রথমেই ট্রেন্ড চিনুন,ট্রেন্ড বুঝুন,ট্রেন্ড নিশ্চিত হউন এবং ট্রেন্ডের হাতটি শক্ত ভাবে ধরুন৷