হ্যা ভাই এখানে আপনাকে অবশ্যই ট্রেন্ড ফলো করে ট্রেড করার এবিলিটি অর্জন করতে হবে। তানাহলে দেখা যাবে যে আপনার যেখানে লাভ হত সেখানে আপনি লস করে বসে আছেন। কারন আপনি যদি এখানে মার্কেটের সঠিক ডিরেকশনে না চলতে পারেন তাহলে আপনার সব পরিশ্রমগুলো বেকার হবে যাবে। কেননা মনে করেন আপনি মার্কেটের সব এনালাইসিসগুলো সঠিক ভাবে করলেন কিন্তু সঠিক পজিশন কিংবা সঠিক ট্রেন্ড বের করতে পারলেন না, অথবা দেখা গেল আপনি যে জায়গাতে ট্রেন্ড নির্ধারন করলেন সেখান থেকেই মার্কেট তার ট্রেন্ড চেন্জ করল তাহলেতো আপনি ধরা খেয়ে যাবেন।