ফরেক্স ব্যবসায় টিকে থাকতে হলে আগে চার্টে দেখতে হবে ট্রেন্ড এটিই সত্যি কথা। ট্রেন্ড এর বিপরীত কখনও ট্রেড নেওয়া যাবে না। কারন ট্রেন্ড তৈরী হয় বাই বা সেল এর একশন এর কারণে। মার্কেট চলমান বায়ার এবং সেলারের উপস্থিতির কারনে ট্রেন্ড তৈরী হয়। যখন বায়ার বেশী হয় তখন মার্কেট আপট্রেন্ড হয় আর যখন সেলার বেশী হয় তখন মার্কেট ডাউন ট্রেন্ড হয়, আর যখন বায়ার এবং সেলারের উপস্থিতি সমান তখন হয় সাইডওয়ে বা কনসলিডেশন। সুতরাং ট্রেন্ড এর উপর নির্ভর করেই ট্রেড করতে পারলে লাভবান হওয়া যাবে।