আমি মনে করি আপনাকে অবশ্যই মার্কেটে ট্রেন্ড ফলো করে ট্রেড করার মত এবিলিটি তৈরি করতে হবে। তা না হলে আপনি বড় ধরনের লসে পড়ে যেতে পারেন। কেননা আপনাকে মার্কেটে সঠিকভাবে মার্কেটের পজিশন বুঝতে হবে তা না হলে আপনার পরিশ্রমগুলো বৃথা হয়ে যাবে। ধরুন আপনি মার্কেটের সঠিকভাবে এনালাইসিস করতে পারছেন কিন্তু সঠিকভাবে ট্রেন্ড বের করতে পারেন নাই।আর আপনি যে জায়গাতে ট্রেড ওপেন করছে সেই জায়গা থেকে যদি মার্কেট ট্রেন্ড চেঞ্জ করে তাহলে আপনি বড় ধরনের লস করে ফেলতে পারেন। এজন্য প্রত্যেক ট্রেডারের উচিত ট্রেন্ড বুঝে ট্রেড করা।