আমার মতে কেউ যদি ট্রেন্ড এর সাথে ট্রেড করতে পারে তাহলে সে ক্ষতির চেয়ে মুনাফাই বেশি করবে। কারণ ট্রেন্ডই আমাদের সঠিক রাস্তা দেখিয়ে থাকে। তবে আমার জানামতে ঠিকমত ট্রেন্ড ধরাটা অনেক কঠিন। যদি এটা ধরা অধিকতর সহজ হতে তাহলে মোটামোটি সবাই এই ব্যবসায় সফল হতো। আমি বর্তমানে ট্রেন্ড ধরার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করতাছি। আশা করি ভবিষ্যতে আমার কোন সমস্যা হবে না।