নতুন ট্রেডারদের সতর্ক করি বার বার- সিগনালের উপর কখোনোই নির্ভরশীল হয়ে ট্রেড করার চিন্তা বা চেষ্টা করবেন না৷কোনোও প্রকার সিগনাল কখোনোই সঠিক,বাস্তব ও কার্যকরী সংকেত দিতে পারেনা,পারবেও না৷সর্বদা এসব সিগনাল ওয়ালাদের থেকে দূরে থাকবেন৷ফরেক্স মার্কেটে অন্যের ফেইক সিস্টেমের উপর নির্ভরশীল না হয়ে নিজে কষ্ট করে শিখুন৷এখানে নিজে নিজে শিখতে হয়,এর কোনোও বিকল্প নাই৷