ফরেক্স এ সিগন্যাল একটি ধোকাবাজী ব্যবসা। যারা সিগন্যাল বিক্রি করে তার আসলে এক ধরনের ধূর্ত। সিগন্যাল কিনে যদি ব্যবসা করতে চান তাহলে ফরেক্স এ ব্যবসা করা আপনার কাজ নয়। আপনাকে কোন কিছু নিয়ে চিন্তা করা উচিত। কারণ ফরেক্স সম্পূর্ন শিক্ষনীয় বিষয় এবং সেটা অল্প সময়ে সম্ভব নয়। আপনাকে অনেক সময় দিয়ে এটা থেকে লাভবান হতে হবে। প্রচুর খাটাখাটনি করতে হবে, লেখা পড়া করতে হবে, মার্কেট এনালিসিস করা জানত হবে। এমনটা কখনও সম্ভব নয় যে, আপনি সিগন্যাল কিনে ট্রেড করলেন অল্পদিনে আপনি কোটিপতি। ফরেক্স এত সোজা নয়।